বর্তমান বিশ্বে মানুষের মুখে প্রচলিত আছে এমন ভাষা ৬,৫০০ টি হলেও এরমধ্যে ২০০০ ভাষায় কথা বলার মানুষ আছে এক হাজারেরও কম। পৃথিবী থেকে ভাষা দিন দিন বিলুপ্ত যাচ্ছে। তন্মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে চীনের মান্দারিন ভাষায়। যার সংখ্যা প্রায় ১০০ কোটি। এছাড়াও আরও অনেক ভাষা রয়েছে যে ভাষায় পৃথিবীর বেশি মানুষ কথা বলে। এসব ভাষার মধ্যে ১০টি ভাষা রয়েছে যা পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী।
চাইনিজ
বিশ্বের সবচেয়ে জনবহুল ও এশিয়ার বৃহৎ দেশ চীনের ভাষা- মান্দারিন। যুক্তরাষ্ট্রভিত্তিক এসআইএল ইন্টারন্যাশনালের প্রকাশনা ‘এথনোলোগ’-এ ভাষা সংক্রান্ত পরিসংখ্যানে বলা হয়েছে, প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন, অর্থাৎ ১৩০ কোটি মানুষের মাতৃভাষা চাইনিজ।
স্প্যানিশ
এক সময় স্পেনরা পৃথিবীজুড়ে সাম্রাজ্য কায়েম করেছিল। অনেক দেশকে কলোনী করে রাখে দেশটি। স্পেন ছাড়াও দক্ষিণ ও মধ্য অ্যামেরিকা, এমনকি যুক্তরাষ্ট্রের একটি অংশের মানুষের মাতৃভাষা স্প্যানিশ। এ ভাষার মানুষের সংখ্যা প্রায় ৪৪২ মিলিয়ন।
ইংরেজি
চাইনিজ আর স্প্যানিশের পরেই স্থান ইংরেজির। কারণ, ৩৭৮ মিলিয়ন মানুষের মাতৃভাষা এটি। তবে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলে সেটি হচ্ছে ইংরেজি। বিশ্বজুড়ে ভাষাটির প্রভূত ক্ষমতার উৎস। যার প্রচলন আছে সাবেক কলোনিসহ বহু দেশের গণমাধ্যম, শিক্ষা ব্যবস্থা, সরকারি কর্ম ও আন্তর্জাতিক বাণিজ্যে। এক কথায় ইংরেজিই আজ দুনিয়ার শক্তিশালী ভাষা। জি-৭ জোটভুক্ত উন্নত দেশগুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা) অধিকাংশের প্রধান ভাষা এটি।
আরবি
সৌদি আরব, ইরাক, বাহরানের মতো মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩১৫ মিলিয়ন মানুষের মাতৃভাষা আরবি। এসব দেশে ব্যাপকহারে আরবির প্রচলন। এ ভাষাটি জাতিসংঘেরও আনুষ্ঠানিক ভাষা।
হিন্দি
আরবির পরে যে ভাষার অবস্থান তা হচ্ছে হিন্দি। ২৬০ মিলিয়ন মানুষের মাতৃভাষা হিন্দি। তবে সবচেয়ে বেশি মানুষের বলা ভাষার তালিকায় এটি তিন নম্বরে চলে আসবে। ভারত উপমহাদেশে এ ভাষার আধিপত্য বেশি।
বাংলা
বর্তমান বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বিশ্বে এথনোলগ-এর বিংশ সংস্করণের পরিসংখ্যান অনুযায়ী ৬ হাজার থেকে ৮ হাজার ভাষার মধ্যে বাংলা ভাষা স্বমর্যাদায় পঞ্চম স্থান অধিকার করে আছে। ভাষাবিদদের হিসাব অনুযায়ী, পৃথিবীর মোট ভাষার সংখ্যা প্রায় আট হাজার। আবার এর মধ্য থেকে মাত্র ৪ শতাংশ ভাষা অর্থাৎ শ’তিনেক ভাষা দিয়ে পৃথিবীর ৯৬ শতাংশ মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় ২৪৩ মিলিয়ন মানুষের প্রথম ভাষা বাংলা। হিন্দির চেয়ে মাত্র ১৭ মিলিয়ন কম। সবচেয়ে বেশি মানুষ কথা বলে সংখ্যার অনুসারে শীর্ষ দশের বাকি চারটি ভাষা হচ্ছে- পর্তুগিজ, রুশ, জাপানি, পাঞ্জাবি/,
শক্তিশালী ১০ ভাষা
শক্তিশালী ভাষার শীর্ষে রয়েছে ইংরেজি। জি-৭ জোটভুক্ত উন্নত দেশগুলোর (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা) অধিকাংশের প্রধান ভাষা ইংরেজি। এক কথায় ইংরেজিই আজ দুনিয়ার আধিপত্য বিস্তারকারী ভাষা। তার পরের অবস্থানে রয়েছে চীনের ভাষা- মান্দারিন। তৃতীয় স্থানে রয়েছে ফরাসী ভাষা (ফ্রেঞ্চ)। শীর্ষ পাঁচে পরের দুই অবস্থান যথাক্রমে স্প্যানিশ ও আরবির। যষ্ঠস্থানের ভাষা রুশ। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই ছয়টি ভাষা জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা। অবস্থান অনুসারে শীর্ষ দশের বাকি চারটি ভাষা হচ্ছে- পর্তুগিজ, হিন্দি, জার্মান ও জাপানি।
Facebook Comments