আজ বিকালে ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের হিন্দুদের প্রতিবাদের প্রধান মুখ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে মহম্মদ ইউনুসের পুলিশ । তার বিরুদ্ধে জাতীয় পতাকা ও অবমাননার অভিযোগ আনা হয়েছে । আর বাংলাদেশ ন্যাশনাল পার্টির (বিএনপি) এক জিহাদির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের ওই সন্ন্যাসীকে।
এ নিয়ে প্রতিবাদ ও ওই সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে বাংলাদেশের হিন্দুরা । চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
আজ সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকরা মমতা ব্যানার্জি বাড়িতে একটা বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানতে চায় শুভেন্দু অধিকারী কাছে । উত্তরা তিনি বলেছেন, ‘মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং,ইটিং এবং সেটিং হয়েছে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই । এটা নিয়ে আমরা ভাবছিও না। আমরা চিন্তিত এই কারণে বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিনময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডঃ ইউনুস সরকার একটু আগে গ্রেফতার করেছে । আমরা নিঃস্বার্থ মুক্তির দাবী করছি । মুক্তি দিন না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তে সনাতনীরা অবরোধ করবে , যাতে ভারত থেকে বাংলাদেশকে সীমান্ত দিয়ে কোন পণ্য রপ্তানি করতেতে দেব না । ইউনেসকে বলব রাত্রের মধ্যেই তাকে মুক্তি দিতে হবে ।’
তিনি বলেন,’আমরা সকলে অত্যন্ত ব্যথিত ও চিন্তিত , বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুর বেলা মৌলবাদী ডক্টর ইউনিস সরকার গ্রেপ্তার করেছে । আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত ও চিন্তিত ।’
https://x.com/SuvenduWB/status/1861034435958775947?t=xmwn9wiGuWhUAabOCjNcYA&s=19
কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারির প্রতিবাদে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “প্রখ্যাত হিন্দু নেতা; বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অপহরণ করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিস। তিনি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্ব ও মর্যাদার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশি সনাতনি সম্প্রদায় আশঙ্কা করছে যে মোঃ ইউনূসের ‘ব়্যাডিক্যাল’ শাসন যেকোনও স্তরে নামতে পারে, এমনকী তাঁর নেতৃত্বের জন্য যা বা যারা বিপজ্জনক, তাদের শেষ করতে পারে। এস জয়শঙ্করজীকে আমার অনুরোধ, অনুগ্রহ করে বিষয়টিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশ সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু এটাই প্রত্যাশা করেছিলেন এবং এই বার্তাটি আগে ভাগ করেছিলেন যে ‘আমি সবার কাছে অনুরোধ করছি, যে কোনো সময় আমাকে গ্রেপ্তার করা হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে বাঁচিয়ে রাখুন’।”
সূত্রঃ। এইদিন
Facebook Comments