প্রাকৃতিক বিপর্যয় ভেঙে ফেলতে পারে স্বাভাবিক জীবন যাত্রাকে। সুন্দর করে গড়ে তোলা স্বপ্নকে একনিমিশেই গুঁড়িয়ে দিতে পারে বিপর্যয়। সৌরভ চক্রবর্তীর ছবি “বিপর্যয়” মুক্তি পাচ্ছে ১০ নভেম্বর। এতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা বিস্ত সেনগুপ্ত, জিয়ারত শেখ আরও অনেকে। জিয়ারত এর এটা প্রথম ছবি। লিড রোলে কাজ করেছে জিয়ারত। এই ছবিতে তার চরিত্রই বা কি, সব নিয়ে কথা বললেন “বিপর্যয়” এর নায়ক।
প্রথম ছবি জিয়ারতের? কি ভাবে অভিনয়ের জগতে পা দেওয়া?
এর আগে থিয়েটার করেছি। কিছু চ্যানেলের জন্য অ্যাঙ্কারিং করেছি। কিন্তু সিনেমার জন্য অভিনয় এই প্রথমবার। ছোট থেকেই ভাবতাম অভিনয় করব।এতদিনে তা সত্যি হল। প্রত্যেকের মা বাবার কাছেই তার সন্তান হিরো। সেরা। আমার মাও তাই ভাবতেন। মায়ের স্বপ্ন ছিল আমায় হিরো হিসেবে দেখার। আজ তা পূরণ হয়েছে।
“বিপর্যয়” তোমার কাছে কিভাবে এসেছে?
প্রত্যেকের জীবনেই ওঠাপড়া থাকে। কিন্তু প্রকৃতির আঘাত থেকে বাঁচা যে নিজের হাতে নেই। এই জায়গা থেকেই শুরু হয় এই ছবির গল্প। যে জায়গা গুলোতে বাঁধ, ব্যারেজ আছে সেই জায়গা গুলোকে কেন্দ্র করে তৈরি হয় সিনেমা। বন্যা হয়। হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হন। প্রশ্ন ওঠে যদি এই ব্যারেজের পাশাপাশি মানুষ গুলোর জীবন যাত্রা নিয়ে। কতটা অনিশ্চিতএরা! বাঁধ ভাঙ্গলে কি আর বাঁচতে পারবে মানুষ। এই ছবিতে আমার চরিত্রের নাম মিলন। মিলন চায় এই সব কিছু থেকে মানুষ ফিরে পাক শান্তি, নিশ্চয়তা। কি করলে নিশ্চিন্তে থাকতে পারবে এই সব এলাকার মানুষ!
প্রথম বার কাজ, প্রথমেই ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা বিস্ত সেনগুপ্ত এর মত অভিনেতা অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার অভিজ্ঞতা কেমন?
প্রথমবার তাই ভয় তো ছিলই। তবে প্রত্যেকেই ভালো। সিনিয়রদের থেকে সব সময়ই অনেক কিছু শেখা যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। অনেক কিছু শিখেছি।
এই সিনেমার কাজ চলাকালীন কোন সময়টা আবার ফিরে পেতে চাও?
কিছু অ্যাকশনের সিকোয়েন্স ছিল। চাই আরও একবার সেই সুযোগ আসুক ঐ টেক গুলোর। কিছু সময় পেলে আরও ভালো করতে পারতাম। সত্যি কি পাওয়া যাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচবার পথ। জানতে হলে দেখতেই হবে “বিপর্যয়”।
Facebook Comments