বেশকিছু বিগ বাজেটের সিনেমার গড়া রেকর্ডের সঙ্গে টক্কর দিয়ে বক্স অফিস কাঁপাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। মাত্র ৮ দিনেই এটি ঢুকেছে ১০০ কোটির ক্লাবে। যেখানে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ১৫ কোটি রুপি! বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি ১১ মার্চ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। কোনো বড় ধরনের প্রচারণা ছাড়াই এটি তাক লাগানো ব্যবসা করেই যাচ্ছে। দ্বিতীয় শুক্রবারে (১৮ মার্চ) সিনেমাটি আয় করেছে ১৯ কোটি ১৫ লাখ রুপি। যেখানে একই সময়ের মধ্যে ‘বাহুবলী ২’ ব্যবসা করেছিল ১৯ কোটি ৭৫ লাখ এবং ‘দঙ্গল’ আয় করেছিল ১৮ কোটি ৫৯ লাখ রুপি। এই দুইটি সিনেমাকেই আইকনিক হিট বলা হয়।
आप सबको होली की १०० करोड़ बधाइयाँ। https://t.co/vZ9Df1EQ4e
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 18, 2022
বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ শনিবার (১৯ মার্চ) টুইট করে এ তথ্য জানান। তার মতে, ইতিহাস তৈরি করে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সর্বকালের ব্লকবাস্টারের তকমা পেয়েছে। ৮ দিনে সিনেমাটির মোট আয় ১১৬ কোটি ৪৫ লাখ রুপি। তার ধারণা, দ্বিতীয় সপ্তাহ শেষে এটি খুব সহজেই ১৫০ কোটির সীমা পার করবে।
প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। ৯০-এর দশকে কাশ্মীরে কীভাবে নিপীড়িত হয়েছিলেন তারা তাও দেখানো হয়েছে। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার স্ত্রী ও টিম নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। সেই সময় পিএম মোদীও ছবিটির প্রশংসা করেন। সত্য প্রকাশ্যে আনার জন্য অনুপম খের এবং বিবেককে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
‘দ্য কাশ্মীরি ফাইলস’ ছবিটি অনেকেই পছন্দ করেননি, যার কারণে তারা এর সমালোচনা করছেন। সম্প্রতি, একটি গোয়েন্দা রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রক পেয়েছে, যাতে আশঙ্কা করা হয়েছে যে, ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ওপর হামলা হতে পারে, যার কারণে তাকে সারা দেশে সিআরপিএফ-এর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
Facebook Comments