গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জিএনআইপিএসটি) বিভাগীয় প্রধান (এইচওডি) ড. স্বাতী চক্রবর্তীর (নন্দী) নতুন বই ‘ইলেক্ট্রনিক ওয়েস্ট – এ গ্রোয়িং কনসার্ন ইন এনভায়রনমেন্ট’ প্রকাশিত হলো শনিবার কলকাতা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র-ইন-কাউন্সিল সন্দীপন সাহা, আই-লিগ মহামেডান স্পোর্টিং ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র এবং কবি তথা গণ-আন্দোলন কর্মী প্রসূন ভৌমিক।
ড. স্বাতী চক্রবর্তী (নন্দী) একজন পরিবেশ-প্রেমী এবং গবেষক যিনি সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর বাস্তবায়ন, ই-বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ঝুঁকির মূল্যায়ন, এবং কার্বন নির্গমন নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জীবন চক্র মূল্যায়ন প্রভৃতি বিভিন্ন দিকের কাজের সঙ্গে যুক্ত। এছাড়াও তিনি একাধিক ইংরেজি এবং আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের জন্য নিয়মিত লেখেন। তাঁর গবেষণামূলক বেশ কিছু লেখা ইতিমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আলোচিত হয়েছে।
তাঁর সদ্য প্রকাশিত বই সম্পর্কে, ড. স্বাতী জানান, “আমার বইটি এমন সব তথ্যে পূর্ণ যা বিশ্ব, জাতীয়, উপ-জাতীয় এবং স্থানীয় পর্যায়ে ইলেকট্রনিক বর্জ্য প্রবাহের ভৌগলিক বৈশিষ্ট্য প্রকাশ করে। পাঠকরা আমার বইতে যেসকল তথ্য আছে তা থেকে ই-বর্জ্যর অনুমানের পদ্ধতি, পরিমাণ নির্ধারণ এবং মডেল সমীক্ষার মাধ্যমে তৈরি করা একটি বিশদ উপস্থাপনা হিসাবে খুঁজে পাবেন যা ই-বর্জ্য কিভাবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তার ব্যাপারে এবং আমাদের পরিবেশে এসবের বিপজ্জনক প্রভাবের সমস্যারও সমাধান করে।”
জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং জানান, “আমরা ড. স্বাতী চক্রবর্তীর লেখা বইটির ব্যাপারে অত্যন্ত উচ্ছসিত, তিনি উল্লেখযোগ্যভাবে এমন একটি জরুরি বিষয়ে আলোচনা করেছেন বইটিতে যা আমাদের বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের জন্যও প্রাসঙ্গিক হবে।”
Facebook Comments