আগামী জুন মাসে কলকাতায় প্রথম আন্তর্জাতিক বহুভাষিক সাহিত্য উৎসব ও কবিতা বইমেলার আয়োজন করছে ‘কলকাতা পোয়েট্রি কনফ্লুএন্স’। এ বছরে ১১ এবং ১২ই জুন অনুষ্ঠিত হবে এই সাহিত্য উৎসবটি যা শহরের কবিতাপ্রেমীদের জন্য এক অনবদ্য ও অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। সোমবার কলকাতার প্রেস ক্লাবে ‘কলকাতা পোয়েট্রি কনফ্লুএন্স’-এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার ও পরিচালক অনিন্দ্য চ্যাটার্জি, কবি ও গীতিকার শ্রীজাত, পরিচালক সুদেষ্ণা রায় এবং লেখক, পরিচালক ও অভিনেতা অভিজিৎ গুহ প্রমুখ।
বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের কবিতা পাঠ, নানারকম সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির এক অপূর্ব মিলনক্ষেত্র হল ‘কলকাতা পোয়েট্রি কনফ্লুএন্স’। দ্য অ্যান্টোনিম এবং ভাষা সংসদ প্রকাশনা হাত মিলিয়েছে এই উৎসবের আয়োজনের জন্য। আফ্রিকা, কলম্বিয়া এবং ইতালি সহ দেশ-বিদেশের বহু খ্যাতনামা কবি, অনুবাদক এবং শিল্পীরাও একত্রিত হবেন এখানে।
কলকাতা পোয়েট্রি কনফ্লুয়েন্সের পরিচালক প্রফেসর চৈতি মিত্র এ দিন জানিয়েছেন, “কবিতার বিভিন্ন দিক অন্বেষণ করার আমাদের এই প্রয়াসে, আমরা অনুবাদ, কাব্যিক চলচ্চিত্র, সঙ্গীত এবং অন্যান্য পরিবেশনামূলক শ্লোক শিল্পের আধিক্যের উপর আলোকপাত করব। বিখ্যাত কাব্য চলচ্চিত্রের স্ক্রীনিং এবং ‘পোয়েট্রি ইন মোশন’ প্রতিযোগিতার বিজয়ীদের কাজও থাকবে এর মধ্যে। কাব্যিক শিল্প ও অনুবাদের উপর একাধিক অনন্য প্রতিযোগিতায় সকলেই অংশগ্রহণ করতে পারবেন।”
Facebook Comments