প্রায় ১৫০ জন কর্মীকে ছাঁটাই করল নেটফ্লিক্স। গত এক দশকের মধ্যে এই প্রথমবার, এত জন কর্মীকে একসঙ্গে ছাঁটাই করল এই ওটিটি জয়েন্ট। মঙ্গলবার এই কথা ঘোষণা করে নেটফ্লিক্স। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অফিস থেকেই ১৫০ জনকে ছাঁটাই করেছে সংস্থা।
তবে কেন এই ছাঁটাই? নেটফ্লিক্স জানিয়েছে, কোম্পানির রাজস্ব হ্রাসের কারণেই কোম্পানির কর্মী ছাঁটাই করা হয়েছে। নেটফ্লিক্স আরও জানিয়েছে, ব্যবসায়িক চাহিদার উপর নির্ভর করে এই সিদ্ধান্ত গুলি নেওয়া হয়। আর সঙ্গে ব্যক্তিগত কাজকর্মের কোনও সম্পর্ক নেই। তবে এত জন কর্মীকে একসঙ্গে বিদায় জানাতে চাইনি নেটফ্লিক্স। সংস্থা নিজেরাই সে কথা জানিয়েছে।
নেটফ্লিক্স তাদের একটি বিবৃতিতে বলেছে, “যারা এত দিন ধরে আমাদের হয়ে কাজ করল, তাদের বিদায় জানাতে আমাদেরও খারাপ লাগছে। কিন্তু এছাড়া আমাদের কাছে আর অন্য কোনও উপায় নেই।” এই ছাঁটাইয়ের কথা প্রথমেই বলা হয়নি। হঠাৎ করেই জানানো হয়েছে। সংস্থার বেশ কিছু কর্মী সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছাঁটাইয়ের খবর নিজেরাই পোস্ট করে দিয়েছেন।
প্রথম তিন মাসে ২ লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছিল নেটফ্লিক্স। এই স্ট্রিমিং জায়েন্ট আরও জানিয়েছে যে, আগামী তিন মাসের মধ্যে এড়িয়ে ২ মিলিয়ন সাবস্ক্রাইবার হারাবে তারা। নেটফ্লিক্সের শেয়ার বাজারে এর কুপ্রভাব পড়বে। মাত্র এক দিনের মধ্যেই এই সংস্থার স্টক প্রায় ৩৫ শতাংশ কমে গিয়েছে। তবে নেটফ্লেক্সের এখনও সারা বিশ্ব জুড়ে ২২০ মিলিয়ন গ্রাহক রয়েছে। ফলে জনপ্রিয়তার নিরিখে অন্যান্য ওটিটি প্লাটফর্মের তুলনায় এখনও শীর্ষে রয়েছে নেটফ্লিক্স। তবে গত কয়েক বছরে বিনোদনের বাজারে এসেছে ডিজনি প্লাস, এইচবিও এবং অ্যামাজন প্রাইমের মতো বড় ওটিটি প্লাটফর্ম। যাদের সঙ্গে টিকে থাকার জন্য তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে নেটফ্লিক্স।
Facebook Comments