দৃষ্টান্ত স্থাপন করল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত ‘আমাজন অভিযান’। ‘চাঁদের পাহাড়’-এর পর শঙ্করের দ্বিতীয় অ্যাডভেঞ্চারের নামই ‘আমাজন অভিযান’। ছবির শুরু হয় ‘এলডোরাডো’ অভিযানে গিয়েছিলেন অ্যানার বাবা মার্কো ফ্লোরিয়ান। কিন্তু তিনি সেই অভিযানে সফল হননি। মাঝপথেই ডুবে যায় জাহাজ। হারিয়ে যায় নক্সা। বাবার এই অসম্পূর্ণ অভিযান পূর্ণ করতেই শঙ্করের সাহায্য চান অ্যানা। পরিচয় হওয়ার পর মার্কো আর তাঁর মেয়ের সঙ্গে শঙ্কর বেরিয়ে পড়েন ‘এল ডোরাডো’ খুঁজতে। ঘাত-প্রতিঘাতে ভরা সেই অভিযানে এক-এক সময়ে এক-এক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তাঁরা।
‘আমাজন অভিযান’-এর চিত্রনাট্য পুরোটাই ইংরাজিতে। যেটুকু বাংলা শোনা গেছে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের গল্প বলার মধ্যে দিয়ে। পুরো সিনেমায় অ্যানিমেশন, ‘এলডোরাডো’ র সেট, ক্যামেরার কাজ, আবাহসঙ্গীত সিনেমাটিকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। এই সিনেমায় দেবের প্রশংসা করতেই হচ্ছে। এছাড়াও মার্কোর চরিত্রে জেমস ও অ্যানার চরিত্রে শ্বেতলানার অভিনয়ও প্রশংসনীয়।
সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদার। দেবজ্যোতি মিশ্র। এই দুইজনের নাম না বললে “আমাজন অভিযান” সম্পূর্ণ হবে না। কোনও গান না থাকায় এ গল্পে তাঁর কাজ অবশ্য সীমিত থেকেছে শুধু আবহসঙ্গীতে। মাথায় কাউবয় হ্যাট আর হাতে বন্দুক নিয়ে খুঁজে বেড়াচ্ছে ‘এল ডোরাডো’! দেব অসাধারণ ভাবে সাজিয়ে তুলেছে তার চরিত্র। চেষ্টা করেছে গতানুগতিক চরিত্র থেকে বেড়িয়ে এসে কাজ করতে। সেই জায়গায় দাঁড়িয়ে দেব তার ভাবনা কে অভিনয়ে ফুটিয়ে তুললেন।
আর অপেক্ষা কিসের একবার এই অভিযানে সামিল হন আপনিও। আমাজনের অভিযানের রাস্তায় ঘুরে আসুন।
Photograph by – Koyel Paul Sinha
Facebook Comments