জীবনে চলার পথে এগোনোই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেটা কি শুধু “আমি” কে নিয়ে? কাজ বা কেরিয়ার এমন হয়ে যাবে যে পাশের মানুষকেই ভুলে যাবো!”
নিজেকে নিজের অবশ্যই ভালোবাসা উচিৎ কিন্তু কখনো কখনো সেই ভালোবাসাতে স্বার্থ ঢুকতে শুরু করে। তখনই তৈরি হয় এক অন্য মানুষ। জয় চ্যাটার্জিকে নিখোঁজ করিয়ে মনোজ মিশিগান চমকে দিলেন।
এটাকেই হাতিয়ার করে ‘থ্রিলার’ গল্প সাজিয়ে ফেলেছেন পরিচালক মনোজ মিশিগান। চরম স্বার্থপর জয় কিভাবে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে সেই নিয়ে এগিয়েছে পুরো গল্প। আবির চ্যাটার্জি, জয়া এহসান, সতাফ ফিগা, সৌম্যজিত মজুমদার, তপতী মুন্সি’দের অভিনয় আপনাকে ওদের অভিনয় আপনাকে আটকে রাখবেই। সন্ন্যাসী দিকপাল ভিকু অভিনয়ে অন্য মাত্রা যোগ করেছে। কিছু না বলেও যে কত কিছু বলে দেওয়া যায় তা বুঝিয়ে দিলেন। আবির-জয়ার অনস্ক্রিন প্রেজেন্স বেশ লাগে।
সাতাফ ফিগা পুলিশের চরিত্রে অসম্ভব ভাবে আলাদা। ছবিতে আছে একদল কচিকাঁচাও। বড়দের সঙ্গে টেক্কা দিতে একেবারে তৈরি। কিন্তু অসুখ টা কি? সত্যি এই রোগ আছে। যেখানে মানুষ কোমা অবস্থায় থেকে উপলব্ধি করে সব কিছু। দূর দুরান্তে পাড়িও দিতে পারে সে। এর থেকে বেশি জানতে হলে দেখে নিন “আমি জয় চ্যাটার্জি”।
Photograph by- Rainak Dutta
Facebook Comments