শহরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পেট্রাপোলের যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। সেখান থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দেন অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন (Amit Shah), বাংলায় বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখে দেবেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ২০২৬ সালে বাংলায় পরিবর্তন আনুন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে তবেই স্বস্তির নিঃশ্বাস নেবে। এই অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় শান্তি ফিরবে। এদিন অমিত শাহ বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজী বিভিন্ন ক্ষেত্রে নতুন-নতুন সূচনা করেছেন। আরোগ্য প্রকল্পে প্রত্যেকে পাঁচ লক্ষ টাকা করে পান। তবে বাংলার লোকজন হয়ত এই প্রকল্পের সুবিধা কম পেয়ে থাকেন। তবে চিন্তা করবেন না, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে আপনারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, আজ যতীন দাসের জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি। আজ এখানে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, যাত্রী টার্মিনাল, মৈত্রী দ্বারের উদ্বোধন হল। হয়ত মনে হতে এটা খুব ছোট জিনিস। তবে এটা প্রমাণ করে যে আমাদের প্রধানমন্ত্রী কতটা দূরদর্শী যে তিনি প্রতিটি বিষয়ে ছোট-ছোট দিকে তিনি নজর রাখেন।
২৪ অক্টোবর কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আসতে পারেননি। সেই সময় ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ে। তাই অমিত শাহের কলকাতা সফর পিছিয়ে দেওয়া হয়। অন্যদিকে, আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে অমিত শাহের দেখা করার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই বিষয়ে বিজেপির তরফে বা নির্যাতিতার পরিবারের তরফে কিছু জানা যায়নি। তবে দলীয় সূত্রের খবর, আরজি করের নির্যাতিতার বাবা-মা অমিত শাহের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। যদিও আরজি করে নির্যাতিতার পরিবারের সঙ্গে রাজ্যের একাধিক দলের নেতৃত্ব দেখা করেছেন। তবে এখনও পর্যন্ত দিল্লির কোনও নেতা বা নেত্রী দেখা করেননি।
Facebook Comments