ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতঃভ্রমন করতে এসে জঙ্গিদের কবলে এক ভিআইপি। তাঁকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী। বৃহস্পতিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সামনে এই রোমহর্ষক ছবি ধরা পড়ে। চতুর্দিকে আতঙ্কের ছাপ। তবে না কোন জঙ্গি আক্রমণ নয়, সেনাবাহিনীর মক ড্রিল।
২৬/১১-র স্মৃতি আজও ভোলেনি ভারতবাসী। মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে অতর্কিতে জঙ্গি হামলায় পণবন্দি হয়েছিলেন বহু মানুষ। জঙ্গিদের দমন করতে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল সেনাবাহিনীকে। জঙ্গি আক্রমণে তাজ-প্যালেসে নিহত হয়েছিলেন তিরিশ জনেরও বেশি। ১৪ বছর আগে এই তাজ হোটেলে পাকিস্তানের মদতেপুষ্ট লস্কর জঙ্গিরা তিন দিন ধরে হামলা চালিয়েছিল। সেই সেই আতঙ্কের কথা মাথায় রেখে জঙ্গি দমনে সেনাবাহিনী কতটা প্রস্তুত তার মহড়া চলে প্রতিবছর এই নভেম্বর মাসে। বৃহস্পতিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এমন মহড়া হয়ে গেল। কোনও এক ‘ভিআইপি’- এদিন সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রাতঃভ্রমন করতে আসেন। জঙ্গিরা তাঁকে অপহরণ করে। এই ভিআইপিকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনীর জওয়ানরা। তারই মহড়ায় ভারতীয় সেনা জওয়ানদের তৎপরতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে।
সাতসকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধশ্বাস অভিযান। জঙ্গির হাতে ‘অপহৃত’ ভিআইপি! উদ্ধারে নেমেছে সেনা। হাত উঁচু করে রয়েছেন ভিআইপি। ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ‘ভিআইপি’ ! তাঁদের ঘিরে রেখেছে জঙ্গিরা। ভিতরে চলছে গুলির লড়াই। বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা। যে কোনও মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি। তাৎক্ষণিকভাবে সবটা দেখে বোঝার উপায় ছিল না এটা মক ড্রিল।
২৬/১১-র হামলার ভয়াবহতা মনে রেখেছে গোটা দেশ-বিশ্ব। ভয়াবহতার স্মৃতি এখনও ভারতের বুকে যেন তাজা। মরণাপন্ন সেই লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের। ভারতীয় সেনা, ভারতীর নেভির মার্কোস কম্যান্ড, এনএসজি কম্যান্ড উদ্ধারকার্যে নেমেছিলেন। ২৬/১১ থেকে শিক্ষা নিয়ে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। এবার এই মহড়া কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে।
Facebook Comments