দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার পর এবার কালীপূজাতেও হামলার অভিযোগ উঠেছে । শুক্রবার রাতে কলকাতার রাজাবাজারে মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা যেতেই ব্যাপক পাথরবাজি করা হয় বলে অভিযোগ । কয়েকটি ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন,তুষ্টির রাজনীতি চরমে।
কলকাতা রাজাবাজারে মা কালীর বিসর্জন মিছিলে হামলা। নারকেলডাঙ্গা পুলিশ ভক্তদের রক্ষা করতে এবং কাজ করতে ব্যর্থ হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার যদি আপনার এখনও গভীর ঘুম থেকে না জেগে থাকেন তবে সাধারণ এবং নিরীহ ভারতীয়দের স্বার্থে অবিলম্বে সিআরপিএফ মোতায়েন করার জন্য অনুরোধ করুন, কারন বারবার পশ্চিমবঙ্গের কট্টরপন্থীদের আক্রমণের শিকার হতে হচ্ছে।’
https://x.com/SuvenduWB/status/1852404555813925111?t=m4-VhGLL_jrSmUFmrATFhQ&s=19
যদিও কলকাতা পুলিশের দাবি,কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় হামলা হয়নি। গোটা ঘটনা ঘটেছে বাইকের পার্কিংকে কেন্দ্র করে । পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে পোস্টে লেখা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো বর্ণনা তৈরির চেষ্টা করা হয়েছে। কালীপুজোর বিসর্জন মিছিলে কোনও হামলা হয়নি। ইস্যুটি একটি বাইকের পার্কিং সম্পর্কিত ছিল। যার জেরে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয় এবং সেই সংঘাত আরও বাড়তে থাকে। তবে পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীপুজোর নির্ধারিত বিসর্জন শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে কোনও বাধা ছাড়াই সম্পন্ন হয়েছে।’ তবে শুভেন্দু অধিকারীর শেয়ার করা একটা ভিডিওতে জনৈক এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘এই পরিস্থিতিকে সামলাতে ব্যর্থ কলকাতার নারকেলডাঙার পুলিশ ।’ তিনি আরও বলেন,’এই ভিড় সামলাতে পারছে না নারকেলডাঙার পুলিশ । আমাদের উপর আক্রমণ হয়েছে ।’।
Facebook Comments