সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতির সংস্কার চেয়ে ঢাকায় আন্দোলন করা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের পক্ষে রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন শাখার চালক খলিলুর রহমান মামলাটি দায়ের করেছেন। মামলায় বহু শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে, আজ বিকেলে সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে প্রতিনিধি সভা করবেন আন্দোলরতরা। এরপর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা তুলে দিয়ে জারি করা পরিপত্র গত ৫ জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপর ২০১৮ সালে জারি করা পরিপত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে তারা কোটা সংস্কারের দাবি সামনে নিয়ে আসে।
দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ নামের অবরোধ কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা। গত বুধবার কোটা নিয়ে চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে দিয়েছে আপিল বিভাগ। তবে কোটা পদ্ধতির সংস্কারের স্থায়ী সমাধান চেয়ে আন্দোল চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
Facebook Comments