শহরের সরকারি বাসে ভ্রমণরত মহিলাদের জন্য সুখবর। বাসে যাতায়াতকারী মহিলাদের জন্য বাংলা সরকারের পক্ষ থেকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে, পরিবহন দফতর এক অভিনব উদ্যোগ নিয়েছে এবং মহিলাদের জন্য একটি বিশেষ বাস পরিষেবা চালু করেছে। এই ‘লেডিস স্পেশাল’ সরকারি বাস পরিষেবা আজ মঙ্গলবার (২৫ জুন) হাওড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, রাজ্যের পরিবহণ মন্ত্রী দিলীপ মন্ডল এবং পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র। এই নন-এসি বাসটি হাওড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায়ছাড়বে
বাস কোথায় যাবে?
আসলে, বাসটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাশ বিহারী হয়ে বালিগঞ্জে যাবে। এরপর বালিগঞ্জ থেকে যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৪টায় হাওড়া স্টেশনে পৌঁছাবে বাসটি। বর্তমানে হাওড়া ও বালিগঞ্জের মধ্যে বাস চলবে। এই পাইলট প্রকল্প সফল হলে রাজ্যের অন্যান্য জায়গায়ও এই পরিষেবা চালু করতে পারে পরিবহণ দফতর।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে মদন মিত্র যখন পরিবহণমন্ত্রী ছিলেন, কলকাতা সহ বহু জেলায় মহিলাদের জন্য বিশেষ বাস চালু করা হয়েছিল । কিন্তু যাত্রীর অভাবে তা কয়েকদিনের মধ্যেই বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু পরিবহণ দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, এবার অনেক পরিকল্পনা করেই এই লেডিস স্পেশাল চালু করা হয়েছে। কারণ, পরীক্ষামূলকভাবে এই বাস মনিটরিং করা হবে। কিছু ক্ষেত্রে এই মহিলা বিশেষগুলি উপকারী, বা কিছু ক্ষেত্রে পরিষেবা ত্রুটিযুক্ত। তাই গতবার এই প্রচেষ্টা ব্যর্থ হলেও এক্ষেত্রে সফল হবে বলে মনে করছেন কর্মকর্তারা। আসলে অফিসে যাওয়ার সময় বাসে খুব ভিড় থাকে। গন্তব্যে পৌঁছতে পুরুষ যাত্রীদের সঙ্গে ধাক্কাধাক্কি করতে হয় নারীদের। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, তাই এই বিশেষ বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই ধরনের পরিবেশ ও পরিস্থিতি থেকে মহিলারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।
Facebook Comments