লাঠি হওয়ার মতো ভরসা আজ কি আর কেউ হতে পারে?নিজের সন্তানদের থেকে ভরসা ছাড়া আর তো কিছু চাওয়ার নেই বাবা মায়েদের। এই সিনেমাতেও তাই। তিন বন্ধুর গল্প। তাদের জীবন, স্বপ্ন সব কিছু দিয়ে বড় করেন সন্তানদের। নিজেদের স্বার্থে পাশ থেকে সরে যায় তারাই। বাড়ির দেখভাল করার মানুষটি হয়ে ওঠে কুন্তল এর পরিবার। লড়াই করার সাহস নিয়ে প্রতিবাদ করেন ভুলের। প্রথমে স্ত্রী পরে নিজের জীবন হারায় কুন্তল। কিন্তু প্রতিবাদের বীজ ছড়িয়ে দিয়ে যায় দুই বন্ধুর মধ্যে। বৃদ্ধ বয়সে লাঠি যে শুধু হাটার সাহায্য করে তা নয়। মাথা তুলে দাঁড়াবার একরাশ প্রচেষ্টা কে বাস্তবায়িত করে।
অনেক স্বপ্ন নিয়ে ছেলেমেয়েদের বড় করে তোলেন বাবা- মায়েরা। একটা সময়ের পর বাবা- মায়েরা বৃদ্ধ হন। তারপরেই অনেক সময় বদলায় ঘটনা। বাড়ির বড়রা হয়ে যান “এক্সট্রা”। অবহেলিত নিজের বাড়িতেই। সম্পর্ক হয়ে দাড়ায় শুধুই স্বার্থের জন্য। আজ প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে অ্যাক্টিভ। সেখানেই চোখ রাখলে দেখা যাবে কত রকম ভাবেই বাবা মা বা বাড়ির প্রবীণরা কিভাবে অত্যাচারিত হচ্ছে! এবার সেই ঘটনা নিয়েই তৈরি হল সিনেমা। পরিচালক রাজ মুখোপাধ্যায় তাঁর ছবি “চল কুন্তল” তৈরি করলেন।
২৪ নভেম্বর, শুক্রবার মুক্তি পেলো ‘চল কুন্তুল’। জীবনের চলার পথে বৃদ্ধদের উপর অত্যাচার ফুটে উঠেছে ছবিতে। পরিচালক রাজ মুখোপাধ্যায় বলেন , ” এই ছবিতে বাস্তব জীবনকে তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে প্রতিবাদের পথ বেছে নিতে।”
তিন বন্ধুর লড়াই ফুটে ওঠে “চল কুন্তল”এ। সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র এবং সমীর বিশ্বাসের অভিনয়ে খুঁজে পাওয়া যাবে নিজেদের বেঁচে ওঠার মন্ত্র। এইভাবে একটা প্রজন্ম হারিয়ে ফেলছে নিজেদের সম্মান। সেই জায়গায় রাজ মুখোপাধ্যায় দেখালেন আরও একটা পথ। এই ছবিতে “কুন্তল” চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজের লাঠি নিজেই তৈরি করবেন তিনি। তবে পরিচালক আশাবাদী, “এই প্রজন্ম জানে বাস্তবকে মেনে নিতে। তাই আশা করি সকলের ভালো লাগবে।”
Facebook Comments