বেশ কিছুদিন ধরেই রাহুলকে নিয়ে টলিদুনিয়ায় চলছে তরজা। অস্বস্তিতে রয়েছে রাহুল। কিছুদিন আগে রাহুলের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এখনও কি রাহুলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে সে নিয়ে চলছে টানাপড়েন। শুক্রবারই বৈঠক বসেছিল। মিটিংয়ের পর স্বরূপ বিশ্বাসের কাছে চিঠি পাঠিয়েছিল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
চিঠিতে পরিচালক রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা ঠিক নয় বলেই দাবি করেছিল ডিরেক্টরস গিল্ড।
যদিও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁরা আগের সিদ্ধান্তেই অনড়। সেই অনুযায়ী, রাহুলের ওপর বেশকিছু স্থগিতাদেশ জারি থাকল।
আর তাই রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসাবে কাজ করছেন না পরিবর্তে তিনি কার্যনির্বাহী প্রযোজক হিসাবেই থাকবেন। তবে সংগঠনের তরফে প্রযোজনা সংস্থাকে শনিবার থেকেই শ্যুটিংয়ে ছাড়পত্র দেওয়া হয়।এদিকে এদিন সেটে রাহুল মুখোপাধ্যায় পৌঁছতেই টেকনিশিয়ানরা এদিন কাজ স্থগিত করে দেন।
এদিন টেকনিশিয়ানসরা কাজে না না যাওয়ায় অনেকটা সময় মেকআপ ভ্যানেই বসে থাকতে হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্যরাও। টেকনিশিয়ানস স্টুডিয়োর সামনে বিক্ষোভ দেখান টলিউডের পরিচালকরা। এনিয়ে শোরগোল পড়ে যায় টেকনিশিয়ানস স্টুডিয়োয়। ডিরেক্টরদের তরফে মুখ খোলেন পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তী এবং তিনি ফেডারেশনকে নিজেদের সিদ্ধান্ত ভাবনাচিন্তা করার অনুরোধ জানান। তার সাথে রাজ এটাও বলেন তাঁরা যদি সিদ্ধান্ত না বদলান তাহলে আমি পরিচালকদের অনুরোধ করব, সোমবার থেকে পরিচালকেরা ফ্লোরে না যাবার পথে হাঁটবে।
Facebook Comments