ডায়েরির পাতায় ৭ আগস্ট টা নেই। আগের পাতা আর পরের পাতায় চলছে লেখা। কি আছে এই পাতায়? এই প্রশ্ন থেকেই শুরু হতে পারে “গুহামানব” কে কৌতূহল। “একই জীবনে একই সঙ্গে দুজন মানুষকে ভালোবাসা যায়না”? সমাজ, সম্পর্ক এই গুলি মানুষ ঠিক করেছে। কিন্তু মানুষের মন, আবেগ এই গুলোতে মানুষ সৃষ্টি করেনি”।
সম্পর্কের টানাপড়েন, একই জীবনে দুজনকে ভালোবাসা। নিজেকে সেরা করতে এগিয়ে যাওয়া। এই সব কিছুর মধ্যেই আমাদের প্রতিদিনের যাতায়াত। জীবনে পাতায় এমন বহু ঘটনা লেখা হয়ে যায়, যা আমরা মনেও রাখিনা।
পারমিতা মুন্সী তৈরি করছেন গুহামানব। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। “গুহামানব” এ অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, লাবনী সরকার, কাঞ্চনা মৈত্র, সঞ্জু মুখার্জি, পল্লবী চ্যাটার্জী। আছেন আরও অনেকে।
পারমিতার এই ছবির ভাষা কখনও শীর্ষেন্দুর সাহিত্য ছেড়ে বেরিয়ে যায়নি। ফলে একটি ঝকঝকে ছবির চলচ্চিত্রায়ন দেখতে পাবে সকলে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিরঞ্জিত। এতদিনের অভিজ্ঞতাকেমিশিয়ে অভিনয় করেছেন। কাঞ্চনা মৈত্র তাঁর চরিত্রকে অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন। বহুদিন বাদে লাবণী সরকার একটি পার্শ্বচরিত্রে প্রাণবন্ত অভিনয় করেন। সরল, সপ্রতিভ অভিনয়ে দর্শকদের মন টানবে।
এই ছবিতে গান গেয়েছেন কবির সুমন। ছবির শেষে তাঁর গাওয়া গান ‘তুমি এলে ভোরের সংলাপ’ আপনাকে নিয়ে যাবে দূর দেশে। আর অপেক্ষা নয় দেখে নিন “গুহামানব”।
Facebook Comments