প্রতিবেশী দেশগুলোর ওপর নজরদারি বাড়াতে যাচ্ছে ভারত। যে কারণে মহাকাশে নতুন একটি স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে দেশটি নিজেদের গোয়েন্দা স্যাটেলাইট সিস্টেমকে আরও অনেক ধাপ এগিয়ে নিতে চলেছে। সিস্টেমটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানসহ পার্শ্ববর্তী দেশগুলোর যেকোনো স্থানের স্পষ্ট ছবি অর্থাৎ বাস্তবে অঞ্চলটি যেমন ঠিক তেমনই ছবি তোলা সম্ভব। এমনকি আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন কিংবা রাতের অন্ধকারেও পরিষ্কার ছবি তোলায় পারদর্শী ভারতের নতুন এই স্যাটেলাইট।
আসছে ২২ মে ‘আই ইন দ্য স্কাই’ নামে নতুন এই স্যাটেলাইটটিকে মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে। মূলত দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বর্তমানে আরও তীব্রতর হওয়ার প্রেক্ষিতেই এমন পদক্ষেপ গ্রহণ বলে দাবি ভারতের। বিশ্লেষকদের দাবি, এই স্যাটেলাইটটি মূলত একটি রাডার স্যাটেলাইট। এর সম্পূর্ণ নাম হলো রিসাট ২বিআর১ (RISAT 2BR1)। যা ভারতের প্রতিরক্ষামূলক স্যাটেলাইট সিরিজ রিসাটে’র (RISAT) সর্বশেষ সংস্করণ। এর আগের সকল স্যাটেলাইটগুলোর চেয়ে এর প্রযুক্তি অনেক উন্নত, বিশ্বাসযোগ্য এবং হালনাগাদকৃত। যার মাধ্যমে ভারতের আন্তঃ সীমান্ত নজরদারির সক্ষমতা আরও কয়েকগুণ বেড়ে যাবে।
দেশটির সামরিক সূত্র থেকে জানানো হয়, শক্তিশালী এই স্যাটেলাইটটি ব্যবহারের মাধ্যমে ভারত একদিকে ভারত মহাসাগরে অবস্থানরত চীনা যুদ্ধজাহাজগুলোর ওপর খুব সহজে সর্বক্ষণ নজরদারি চালাতে পারবে। আর অপরদিকে, আরব সাগরে থাকা পাকিস্তানি যুদ্ধজাহাজগুলোকেও সারাক্ষণ নিজেদের নজরদারির মধ্যে করতে পারবে।
একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর এবং ভারত-পাকিস্তানকে ভাগকারী বিতর্কিত কাশ্মীর নিয়ন্ত্রণ রেখাও (এলওসি) এর মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাপী ভারতের গোয়েন্দা নজরদারির আওতায় চলে আসবে।
চলতি বছর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্তত ৫টি সামরিক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। যার মধ্যে এই রিসাট ২বিআর১ (RISAT 2BR1) হলো প্রথমটি। ভারত সরকার এবারই প্রথম এক বছরে মোট ৫টি সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাতে যাচ্ছে। এর আগে বছরে সাধারণত একটি কিংবা দুটির বেশি সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারেনি ভারত।
ভারতীয় সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘রিসাট ২বিআর১ মডেলের এক্স ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) মেঘমালা ভেদ করে স্পষ্ট ছবি তুলতে সক্ষম। যার রয়েছে অতি উচ্চ মাত্রার রেজ্যুলিউশন। যা মাটিতে প্রতি এক মিটার দূরত্বে অবস্থিত অন্তত দুটি ভিন্ন বস্তুকে আলাদা ও স্পষ্টভাবে শনাক্ত করতে পারবে।’
এর আগে ২০০৯ সালে রিসাট-২ (RISAT-2) মডেলের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল ভারত। যা দেশটির প্রথম নজরদারি তথা গোয়েন্দা স্যাটেলাইট। মূলত এর মাধ্যমে তোলা ছবি ব্যবহার করে ২০১৬ সালে পাকিস্তান সীমান্তে এলওসি এবং পরবর্তী ২০১৯ সালে বালাকোট এক ভয়াবহ সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় বিমান বাহিনী।
Facebook Comments