বুধবার সকালে কুয়েতের মাঙ্গাফ শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৪০ জন ভারতীয় মারা গেছেন। একইসঙ্গে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের সবাইকে কুয়েতের পাঁচটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং কুয়েতের মুবারক আল কবির হাসপাতালে যান।
এ সময় তিনি আহতদের খোঁজ খবর নেন এবং ভারত সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তার সফরের সময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয়দের ভাল যত্ন নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার এবং নার্সদের প্রশংসা করেছিলেন। আহত সাতজনকে কবির হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, কুয়েতে পৌঁছানোর পরে, তিনি ভারতীয়দের সুস্থতার খোঁজ নিতে অবিলম্বে জাবের হাসপাতালে পৌঁছেছিলেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত ছয় ভারতীয়ের সঙ্গে দেখা করেন।
এখানে, কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহিয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংকে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ঘটনায় নিহত সমস্ত ভারতীয়দের মৃতদেহ ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন। আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসময় তিনি বলেন, আহতদের চিকিৎসা সেবায় কোনো কমতি হবে না।
https://x.com/ANI/status/1801206700407718121?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1801206700407718121%7Ctwgr%5E115ba536871e292a82daab25a8f21fbfc84d70d7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jagran.com%2Fworld%2Fmiddle-east-kuwait-fire-incident-mos-kirti-vardhan-singh-visits-mubarak-al-kabeer-hospital-kuwait-fm-assures-india-mortal-remains-of-victims-23738317.html
সংবাদ সংস্থা এএনআই প্রতিরক্ষা আধিকারিকদের উদ্ধৃত করে বলেছে যে ভারতীয় বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমানটিকে হিন্দন এয়ারবেসে স্ট্যান্ডবাই রাখা হয়েছে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ভারতীয়দের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য।
Facebook Comments