জেআইএস গ্রুপের উদ্যোগে চালু করা কলকাতার ‘লিটল ব্রাইট স্টারস’ প্লে স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আকাঙ্খা কউর সম্প্রতি রবীন্দ্র সরোবরের লায়ন্স ক্লাব আয়োজিত ১৭তম তুমি অনন্যা অ্যাওয়ার্ডস ২০২২-এর ‘ইয়াং অন্ত্রপ্রেনিউর’ বিভাগে পুরস্কৃত হলেন।
‘তুমি অনন্যা অ্যাওয়ার্ডস’ সেই সমস্ত মহিলাদের যাঁরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সেরা কাজ করে সবাইকে অনুপ্রাণিত করেছেন ও সমাজে যাঁদের অবদান অবিস্মরণীয় তাঁদের সম্মানিত করার এক প্রয়াস যা বিগত বেশ কয়েকবছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রোগ্রামটি ‘বিয়ন্ড ড্রিমস’ এবং রবীন্দ্র সরোবরের লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২২বি২-এর যৌথ উদ্যোগ। বিগত কয়েকবছরের সম্মানীও ব্যক্তিত্বরা হলেন শাবানা আজমি, অপর্ণাসেন, মৌসুমী চ্যাটার্জি, সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রয়াত গিরিজা দেবী, শতাব্দী রায়, রচনা ব্যানার্জী, ঊষা উথুপ, তনুশ্রী শঙ্কর, কোয়েল মল্লিক, জয়া এহসান, মিমি চক্রবর্তী, নন্দিতা রায়, ডোনা গাঙ্গুলী, শুভশ্রী গাঙ্গুলী প্রমুখ।
আকাঙ্খা কউর-এর দক্ষতায় তাঁর প্রতিষ্ঠিত স্কুলটি সেরা প্লে স্কুল হিসাবে ‘গুরুকুল অ্যাওয়ার্ডস’-এও পুরষ্কৃত হয়েছে। তিনি অল্পবয়সী শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক এবং মানসিক দক্ষতার উন্নতির জন্য স্কুলে অনুকূল পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি তাঁর কর্মজীবনের শুরুর দিকে বিভিন্ন নামকরা স্কুলে শিক্ষক হিসেবে বেশ কয়েক বছর ধরে কাজ করার অভিজ্ঞতাও লাভ করেছেন।
পুরস্কৃত হয়ে আকাঙ্খা কউর এব্যাপারে জানিয়েছেন, “আমি অত্যন্ত সম্মানিত ও আপ্লুত বিগত কয়েকবছর ধরে বাচ্চাদের শিক্ষার প্রতি এবং তাদের বহুমুখী বিকাশের জন্য আমার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য। ১৭তম তুমি অনন্যা অ্যাওয়ার্ডস ২০২২ প্রতিবারের মতন এবারেও অসামান্য প্রতিভাদের সর্বসমক্ষে পুরস্কৃত করার প্রয়াসে কোনও ত্রুটি রাখেনি বলেই আমার ধারণা।”
Facebook Comments