নোকিয়া ৯ পিওর-ভিউয়ের একই সঙ্গে পাঁচটি ব্যাক ক্যামেরা ব্যবহার করে খুব ভালো মানের ছবি তোলা যায়। নোকিয়া বলছে, এগুলো একই সঙ্গে ব্যবহার করার কারণে সম্ভাব্য সর্বোচ্চ মানের ছবি পাবেন ব্যবহারকারীরা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নোকিয়া দাবি করছে অন্য যেকোনও স্মার্টফোনের চেয়ে তাদের এই ডিভাইসে তোলা ছবির মান আরও উন্নত হবে। নোকিয়া পিওর-ভিউ দিয়ে ২৪০ মেগাপিক্সেল রেজ্যুলেশন পর্যন্ত ছবি তোলা যাবে।
নোকিয়ার এই স্মার্টফোনের দারুণ এই সুবিধা থাকায় বাজারে এটা বেশ সাড়া ফেলবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। যদিও বিশ্লেষকরা বলছেন, তারা যেটা ভাবছে ব্যাপারটা সেরকম নাও হতে পারে। কারণ, বাজারে নোকিয়ার স্মার্টফোনটি তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়বে।
এ সম্পর্কে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো বলেন, বিভিন্ন স্টোরে বিক্রয় কাজে নিয়োজিতরা সাধারণ ক্যামেরা সিস্টেম এবং এই ক্যামেরা সিস্টেমের মধ্যে পার্থক্য বোঝে না।
তিনি আরও বলেন, শুধু তাই নয়। মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করাও হবে তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের অতিক্রম করতে পারলেই তাদের স্মার্টফোনটি জনপ্রিয়তা পেতে পারে।
Facebook Comments