‘আমি সমালোচনারই যোগ্য’। মুখ খুললেন মাধবন। ট্রোলিংয়ের জবাবে মাধবন টুইটারে লেখেন, “অ্যালমানাক-কে তামিল ভাষায় “পঞ্চং” বলার জন্য এটাই আমার প্রাপ্য। আমি এবিষয়ে অজ্ঞ। যদিও তার জন্য সত্যকে অস্বীকার করা যায় না যে মাত্র দুটি ইঞ্জিনেই আমাদের মঙ্গল মিশন সফল হয়েছে। এটা একটা রেকর্ড। বিকাশ ইঞ্জিন একজন রকস্টার।”
'I Deserve This', R Madhavan On Being Massively Trolled Over His Panchang-ISRO Remark🚀🚀❤️❤️🙏🙏 https://t.co/OqrHj434Bi
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 26, 2022
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে মাধবন দাবি করেছেন, পঞ্জিকা দেখে মঙ্গলের কক্ষে রকেট পাঠিয়েছিল ISRO। তিনি জানান, মঙ্গল অভিযানের আগে পঞ্জিকায় চোখ রেখেছিল ইসরো। যে ভিডিওতে অভিনেতা ওই কথাগুলি বলছেন সেটি আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এক টুইটার ইউজার ওই ভিডিও শেয়ার করে লেখেন, “সকলে বিজ্ঞান বুঝবে, সেটা ভাবাটা সত্যিই সঠিক নয়। অনেকেই বিষয়টি সম্পর্কে অজ্ঞ হতে পারেন। না বুঝলে চুপ করে থাকুন না। এত কথা বলতে যাবেন না। বেফাঁস বললে সেটা নিয়ে বেকার বেকার খিল্লি হবে।”
অপর নেটিজেনের কথায়, “মাধবনের এই মন্তব্য বোকামিতে ভরা। হিজিবিজি কীসব বলে গেলেন উনি! তথ্য না জেনে এসব কথা কেন যে বলেন এঁরা, কে জানে!” আরও এক নেটিজেন এদিন ISRO-র ওয়েবসাইটের লিঙ্ক অভিনেতার প্রোফাইলে সেঁটে লেখেন, “আপনি বললেন বলে জানলাম। ISRO-র সাইটেও এরকম কোনও তথ্য ছিল না। আপনি বললেন তাই আমাদের এত কিছু জানার সৌভাগ্য হল।” এভাবেই নেট দুনিয়ায় মাধবন ব্যশিং চলছে। কেউ সরাসরি আক্রমণ করছেন তাঁকে। কেউ আবার কটাক্ষ করছেন অভিনেতাকে।
Facebook Comments