কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পরই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
https://x.com/ANI/status/1802651351245365613
সেখানে গিয়ে মমতা বলেন, ”রেল অনাথ হয়ে গিয়েছে। দেখার কেউ নেই।” শুধু রেলের যাত্রীসুরক্ষা নিয়ে কথা বলেছেন তা কিন্তু নয়, পরিকাঠামোহগত দিক থেকেও রয়েছে নানা সমস্যা। তা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দূরপাল্লার ট্রেনে রাতের সফরও এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর কথায়, ”আমি তো দেখছি, শিয়ালদহে যাত্রীদের কী দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মাঝেমাঝেই। এ-ও শুনতে পাই, রাতের ট্রেনে যাত্রীদের যে বেডিং (কম্বল-চাদর, বালিশ) দেওয়া হয়, সেগুলিও একেবারে অপরিষ্কার থাকে। এই তো হচ্ছে অবস্থা।”
কয়েক বছর আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের ‘সুরক্ষাকবচ’-এর কথা ঘোষণা করেছিলেন। রেলের তরফে বলা হয়েছিল, এই প্রযুক্তি মুখোমুখি রেল দুর্ঘটনাকে রুখে দেবে। কিন্তু একটু পিছন দিকে তাকালেই দেখা যাবে একের পর এক রেল দুর্ঘটনার ভয়ানক সেই সমস্ত ছবি। গত বছর করমণ্ডল এবং এ বার কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা সেই ‘কবচ’কেই কঠিন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
পাশাপাশি গাইসাল রেল দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, ”গাইসালে যে দুর্ঘটনা ঘটেছিল, তা আজকের ঘটনাস্থল থেকে একটু দূরে। ওই জ়োনটা ব্ল্যাক স্পট। বার বার ওখানে দুর্ঘটনা ঘটে। তা-ও কোনও নজর নেই।”
Facebook Comments