RJ হওয়ার পথটা কেমন ছিল?
আমি যে RJ হব এটা আমি আগে ভাবিনি। নকল করতে ভালবাসতাম সকলকে কিন্তু তার সঙ্গে RJ হওয়ার কোন যোগসূত্র ছিল এমনটা নয়। ইন্টার্ভিউ দিতে এলাম সিলেক্ট হয়ে গেলাম। আর আজ Red FM-এ কথা বলি। পুরোটাই স্বপ্ন।
রেডিও মানেই গান। গান সিলেক্ট কর কিভাবে?
মুড ম্যাপিং বলে একটা জিনিস হয়। প্রত্যেক রেডিও ষ্টেশনের কিছু নিজস্বতা থাকে। আমাদের যেমন Red FM মানেই ইয়ুথ ষ্টেশন। আমাদের যেমন লক্ষ্য থাকে নতুন গান, রিমিক্স, এবং টার্গেট অডিয়েন্স ১৪ থেকে ৩৪। তার মানে কি ৫৫ বছরের মানুষ শোনেন না? নিশ্চই শোনেন।
তোমার কাছে Red FM মানে কি?
গান, অনেক শ্রোতা, হোম ওয়ার্ক। অনেকেই ভাবে কয়েক ঘণ্টার অনুষ্ঠান তার মানে তো তারপর আর কোন কাজ নেই। এমনটা হয়না। কয়েক ঘণ্টার অনুষ্ঠানের জন্য থাকে অনেক হোম ওয়ার্ক। অনেক ভাবনা।
এমন হয়েছে কেউ কোন সমস্যায় পড়েছে, তোমায় RJ হিসেবে পাশে থাকতে হয়েছে?
হ্যাঁ এইরকম তো হয়ই। যেমন কিছুদিন আগে একজন মেয়ে ফোন করেছে। তার দুজন বয়ফ্রেন্ড আছে। একজনের সঙ্গে ডেট করছিল আরেকজন চলে এসেছে। সে জানতে চেয়ছিল তার কি করা উচিৎ! বলে ছিলাম ওখান থেকে চলে যাও, আর দুজনের কাছে ফিরে এসো না।
যখন ফোন কল আসে, তখন কি সেই কলারদের সঙ্গে RJ-দের সঙ্গে পার্সোনাল রিলেশনশিপ তৈরি হয়?
একদমই তৈরি হয়। যখন একজন মানুষের সঙ্গে কথা হচ্ছে তখন তো সে একটা ছাপ ফেলে যায়। তা বলে সেটা কখনই পরিবারের মতো হয়ে যায়না। তবে একটা তো পার্সোনাল রিলেশনশিপ হয়েই থাকে।
কাজ চলাকালীন স্কুল, কলেজের বন্ধুদের ফোন আসে?
হ্যাঁ। এরকম হয়েছে পুরো কথা বলা হয়ে যাওয়ার পর, যখন নাম বলেছে বুঝতে পেরেছি ইনি আমারই পরিচিত। খুব ভাল লেগেছিল কিছুদিন আমার এখন টিচার ফোন করেছিলেন। উনি প্রথমে হয়ত আমায় বুঝতে পারেননি। আমি আমার কথা বলার পর উনি চিনতে পেরেছেন।
ছবি সৌজন্যে : WNL
Facebook Comments