অভিনেতা ও চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে নিউ টাউনে এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারধর করেছেন অভিনেতা। রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সেই রেস্তোরাঁর মালিক আসুল আলম অভিনেতা ও বিধায়কের বিরুদ্ধে ‘গুণ্ডামি’র অভিযোগ তুলেছেন। মারধরের কথা স্বীকারও করেছেন সোহম।
তবে, সোহমের দাবি, সেই রেস্তোরাঁর মালিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করার পরেই হৈচৈ বেড়ে যায়। এর পর তাকে চড় মারেন। তবে আনিসুলের পাল্টা দাবি, তিনি অভিষেককে গালি দেননি। অভিষেকের প্রতি তার শ্রদ্ধা আছে। আনিসুল আরও বলেন, সোহম তার অপরাধ আড়াল করতে অভিষেকের নাম ব্যবহার করছেন।
স্থানীয় সূত্রে খবর, রেস্তোরাঁর এক তলায় শুটিং করছিলেন সোহম। এরপর রেস্তোরাঁর সামনে শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কাতর্কি শুরু করেন আনিসুল। আনিসুল দাবি করেন, সোহম তাকে পার্কিং স্পেস খালি করতে বললে তার নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করে। এর পর সোহম তাকেও মারধর করেন বলে অভিযোগ। তাকে ঘুষি মারা হয়। আনিসুল আরও অভিযোগ করেন, সোহম তাকে জোরে লাথি মেরেছে।
Facebook Comments