কম্পিউটার ব্যবহার করেছেন কিন্তু ভাইরাস নিয়ে দুশ্চিন্তায় পড়েননি এমন লক খুব সম্ভবত নেই বললেই চলে। সাইবার হামলা বা সাইবার ক্রাইম থেকে নিজের কম্পিউটার এবং ব্যক্তিগত তথ্যাবলী সুরক্ষিত রাখার ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্টিভাইরাসের নাম আসলেই আমাদের মাথায় চলে আসে ক্যাসপারসকি, নর্টন, এভাস্ট কিংবা ম্যাকফির নাম। কিন্তু আসলেই কি সেসব সারাবিশ্বে একইভাবে সমাদৃত? বিশ্বখ্যাত টেক লাইফ ম্যাগাজিন টেকরাডারের বিশেষজ্ঞ প্যানেল নেমেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে। প্রায় ৮০ টির অধিক অ্যান্টিভাইরাস এবং সিকিউরিটি সিস্টেমের উপর পরীক্ষামূলক গবেষণা চালিয়ে সম্প্রতি তারা বের করেছেন সেরা ৫ অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
১। বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস প্লাস ২০১৯
বর্তমান সময়ে যেখানে প্রায় সব অ্যান্টিভাইরাস সিস্টেমই গ্রাহকদের জন্য একেবারেই বিনামূল্যে সেখানে বিটডিফেন্ডার ব্যবহার করতে আপনাকে প্রতিবছর গুণতে হবে প্রায় ২৪ ডলারের মত। তবে আপনি যেদি বড় কোন প্রতিষ্ঠান বা ব্যবসার কথা চিন্তা করে থাকেন এবং আপনার তথ্যাবলী যদি খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে বিটডিফেন্ডার আপনার জন্য সেরা সফটওয়্যার হতে যাচ্ছে। ভাইরাস শনাক্তকরণ, ওয়েব ফিল্টারিং, কার্যকরী নটিফিকেশন সিস্টেম আপনার অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে যাবতীয় অনলাইন কেনাকাটা কিংবা যেকোন তথ্য আদান প্রদানে সর্বোচ্চ নিরাপত্তা দিবে। বিশেষত ২০১৯ সালের নতুন আপডেটেড ভার্সনে কয়েক স্তরের ফিল্টারিং সিস্টেম পুরো প্রক্রিয়াটি গ্রাহকদের আরো বেশি স্বাচ্ছন্দ্য প্রদান করবে। তবে বিটডিফেন্ডার অন্য যেকোন অ্যান্টিভাইরাসের চেয়ে বেশি রিসোর্স নিয়ে কাজ করে এবং আপনার কম্পিউটারের অন্যান্য সিস্টেম সফটওয়্যারের কাজেও খানিক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু তাদের টোটাল সিকিউরিটি এডিশনের মাধ্যমে আপনি একটিমাত্র সফটওয়্যার ইন্সটল করেই আপনার সব ডিভাইসকেই ভাইরাসমুক্ত রাখতে পারবেন।
২। নর্টন অ্যান্টিভাইরাস বেসিক
অ্যান্টিভাইরাস জগতে নর্টন একেবারেই কিংবদন্তির মত একটি অ্যান্টিভাইরাস। এডভান্সড প্রাইভেসি পলিসি, ফিনান্সিয়াল সিকিউরিটি, গ্লোবাল সিভিলিয়ান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এর ব্যবহার নর্টন বেসিককে এই তালিকার সেরা ২ এ নিয়ে এসেছে। সবচেয়ে বড় সুবিধা হলো, নর্টন অ্যান্টিভাইরাস বেসিক নিজে থেকেই ওয়েব সার্ফিং এর ক্ষেত্রে ভাইরাস শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম। তবে টেকরাডারের বিশেষজ্ঞদের তালিকায় এর সেরা ২ এ আসার পিছনে মূল কারণ ছিল অনলাইন লেনদেন বা মার্কেটিং সেক্টরে এর অসামান্য সিকিউরিটি সিস্টেমের জন্য। নর্টনের ইউআরএল ব্লকার সিস্টেমের কারণে আপনি আগে থেকেই যেকোন ওয়য়েবসাইটের নিরাপত্তা ইস্যুতে শতভাগ সঠিক ধারণা পেয়ে যাবেন। এবং যদি কারণে সেটি মিস হয়েও যায়, তবে তাদের ফাইল রেপুটেশন সিস্টেমের কারণেই খুব দ্রুতই ডাউনলোড করা সেই ফাইল আপনি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
৩। ওয়েবরুট সিকিউর এনিহোয়্যার অ্যান্টিভাইরাস
আপনি যদি খুব ভারিক্কি অ্যান্টিভাইরাস চালাতে অস্বস্তিতে থাকেন তবে আপনার জন্য থাকছে ওয়েবরুট সিকিউর এনিহোয়্যার অ্যান্টিভাইরাস। আপনার হার্ডওয়্যার সিস্টেমে কেবল ২ এমবি জায়গা হলেই এই অ্যান্টিভাইরাস নিজের কাজ চালিয়ে যেতে সক্ষম। এর নেই কোন বিশাল র্যাম জনিত সমস্যা কিংবা খুব ভারিক্কি গোছের সিগ্নেচার আপডেট নেয়ার অসুবিধা। খুব বেশি ফিচারের ছড়াছড়ী যেমন নেই তেমন আছে কোর প্রটেকশন সিস্টেম, স্মার্ট মনিট্রিং সিস্টেম এবং ফায়ারওয়াল সুবিধা। সেই সাথে নেটওয়ার্ক কানেক্টিং প্রটোকল সুবিধার জন্য ওয়েবরুট সিকিউর এনিহোয়্যার খুব সহজেই আপনার কম্পিউটার নিরাপত্তার অংশ হয়ে উঠতে পারে।
৪। ইএসইটি এনওডি থার্টিটু অ্যান্টিভাইরাস
ইউ.ই.এফ.আই স্ক্যানার, এক্সপ্লইট ব্লকার, এবং ক্লাউড পাওয়ার স্ক্যানিং সুবিধা নিয়ে বাজারে বেশ নামই কুড়িয়েছে ইএসইটি এনওডি থার্টিটু অ্যান্টিভাইরাস। বাৎসরিক সাবস্ক্রিপশন ফি প্রায় চল্লিশ ডলার হলেও এর ফ্রি ভার্সন প্রায় সবখানেই পাওয়া যায়। তবে অন্যান্য সবকিছুর তুলনায় এর ২০১৮ সংস্করণ আপনাকে একটু হতাশ করতে পারে। ফায়ারওয়াল, ফাইল সিকিউরিটি, স্ক্যানার কিংবা পাসওয়ার্ড ম্যানেজারের অনুপস্থিতি ইএসইটি অ্যাএন্টিভাইরাসকে তালিকায় বেশ অনেকখানি পিছিয়ে দিয়েছে। যদিও এত ফিচার না থাকার পরেও ডিভাইস কন্ট্রোল মডিউল সিস্টেম, অপ্টিক্যাল স্টোরেজ মিডিয়া, ইউআরএল ফিল্টারিং এবং পাওয়ারশেল ব্যবস্থা ইএসইটি এনওডি থার্টিটু অ্যান্টিভাইরাসকে গ্রাহককে দারুণ সুবিধা দিবে।
৫। এফ সিকিউর অ্যান্টিভাইরাস সেফ
উপরের সেরা চার অ্যান্টিভাইরাস যেখানে কেবল উইন্ডোজের জন্য কার্যকরী তখন এফ সিকিউর অ্যান্টিভাইরাস এন্ড্রয়েড, ম্যাক, আইওএস সবখানেই সমানভাবে কার্যকরী। বাৎসরিক ৩৫ ডলার সাবক্রিপশন ফি’র মাধ্যমে একইসাথে ৩ টি ডিভাইসে সিকিউরিটি দিতে সক্ষম এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার।ব্যাংকিং, অনলাইন শপিং সহ ফ্যামিলি সেফটি টুলস এর দারুণ ফিচারের জন্য এফ সিকিউরিটি অ্যান্টিভাইরাস খুব সহজেই থাকতে পারে আপনার পছন্দের তালিকায়।
Facebook Comments