হোয়াটস নিউ লাইফ শুরু করল এক অভিনব প্রয়াস। যার জন্য আলাদা কোন কারনের প্রয়োজন হয়নি তাদের। সামাজিক দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিচ্ছে কিছু “স্ট্রীট চাইল্ড” এর। ১৮ নভেম্বর সূচনা হল তার। মহাত্মা গান্ধী রোড এ সকাল ৯ টায় শুরু হয় সেই কাজ। ছিলেন টলিউড অভিনেতা তথাগত মুখার্জি ও অভিনেত্রী দেবলিনা দত্ত মুখার্জি। হোয়াটস নিউ লাইফের তরফ থেকে খাবার আর জামা তুলে দেন তারা। দেবলিনা দত্ত মুখার্জি বললেন, “এই ধরণের ইভেন্ট প্রায়ই হয়। কিন্তু এরা যা উদ্যোগ নিয়েছে তাতে অভিনবত্ব আছে। সারা বছর ধরে চলবে এই সাহায্য, কোন একটা স্পেশাল দিন বলে যে এমন কাজ করা হচ্ছে এমন টা নয়।” সেলেব্রেটি তকমা ছেড়ে রাস্তায় আসেন তারা। খাবার তুলে দেন সেই সব মানুষদের যাদের একান্ত প্রয়োজন। তথাগত মুখার্জি বলেন, “এই রকম কিছুর সঙ্গে থাকলে সবার ভালো লাগে। এরপর যদি সময় হয়, তাহলে আবার আসব”। হোয়াটস নিউ লাইফ শুধু খাবার বা জামায় নিজেদের সন্তুষ্ট করেনি। তারা ঠিক করেছে, শুধু খাবার নয়, কাউন্সিলিং, পড়াশোনার দায়িত্ব নেবে তারা। প্রতি পদক্ষেপে থাকবে পাশে থাকার অঙ্গিকার।
হোয়াটস নিউ লাইফের সম্পাদক সুশোভন সাহা বলেন, “আমরা চাই ওই বাচ্চা গুলোও সুযোগ পাক, ভালো করে বাঁচার, ওদেরও অধিকার মাথা তুলে দাঁড়াবার। আমরা বন্ধু হয়ে পাশে আছি। হোয়াটস নিউ লাইফ এগিয়ে এসেছে তাদের জন্য।”
Photograph by- Koyel Paul Sinha, Rainak Dutta
Facebook Comments